Book Now
- Home
- Book Now
Hotel Reservation
অবস্থানকারীর কতিপয় নিয়মাবলী :
1. হোটেল রুম নেয়ার সাথে সাথে ডাইরীতে নাম ঠিকানা লিপিবদ্ধ করুন।
2. ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা জব আইডি কার্ড এর ফটোকপি বাদ্ধতা মূলক দিতে হবে।
3. নির্ধারিত ভাড়া দৈনিক পরিশোধ করুন
4. রুম ত্যাগের সময় প্রতিদিন বেলা ১২ টা, রুম ত্যাগ করার ২ ঘন্টা পূর্বে অবশ্যই ম্যানেজারকে অবহিত করুন।
5. মাদক, আগ্নেয়া অস্ত্র ও অবৈধ মালামাল সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ।
6. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ সকল কার্যকলাপ থেকে বিরত থাকুন।
7. রাজনৈতিক আলাপ -আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ
8. রাত্রি যাপন এর সময় দরজা জানালা বন্ধ রাখুন।
9. বাহিরে যাওয়ার সময় চাবি কাউন্টার ম্যানেজার এর নিকট জমা রাখুন।
10. রাত ১১ টায় গেইট বন্ধ থাকবে। দেরি করে আসলে অথবা রুমে না ফিরলে ম্যানেজারকে জানাতে হবে।
11. বর্ডারের কাছে মেহমান আসলে ম্যানেজার কে অবহিত করুন।
12. রাট ১০ তার পর মেহমান সম্পূর্ণ নিষিদ্ধ।
13. কোনো অভিযোগ থাকলে ম্যানেজার কে অবহিত করুন।
